নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার নসরতপুর নামকস্থানে পিকাপভ্যান ও সিএনজি অটৈারিক্সা মুখোমুখি সংঘর্ষে খাদিজা আক্তার(৩৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
সোমবার (১৩ নভেম্বর) সকাল পৌণে ৭টায় ঢাকা সিলেট মহাসড়কের নসরতপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত নারী চুনারুঘাট উপজেলা শানখলা ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের আব্দুর রহিমের কন্যা।
জানা যায়, চুনারুঘাট বদরগাজি থেকে একটি সিএনজি যোগে প্রাণ কোম্পানীতে য়াওয়ার পথে নসরতপুর নামক স্থানে পৌছলে অপর দিক থেকে আসা কাঁচামাল ভর্তি একটি পিকাপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে য়ায।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। আহতরা হল সেলিনা আক্তার(১৯) আছমা আক্তার (২১) জয়ফুল (১৮) স্বপনা (১৮) সামছুন্নাহার (২৫)।
গুরুতর আহত অবস্থায় সেলিনা ও আছমাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।