মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১০ নং সেকশনের পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে থেকে অজ্ঞাত পরিচয়ের (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ আগষ্ট) ভোরে যুবকের লাশটি উদ্ধার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন পিপিএম জানান, স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশ পরে থাকার খবর দিলে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) গোলাম দস্তগীরের নেতৃত্বে একদল পুলিশ অজ্ঞাত এ যুবকের লাশ উদ্ধার করে।
লাশের গলায় রশির দাগ ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।