হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে ১শ ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার উবাহাটা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হল, উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর পুত্র ফকির নুর আলী (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুর রহমান-এর পুত্র আশিকুর রহমান রুবেল (৩০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মোহাম্মদ শাহ আলম ও এসআই ইকবাল বাহার এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আশিকুর রহমান রুবেল ও ফকির নুর আলীকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১শ ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।