নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিউলি আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার লুকড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণী লুকড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, দুপুরে গোসল শেষে শিউলি ভেজা কাপড় বাড়ির আঙ্গিনায় বিদ্যুতের তারে শুকানোর জন্য দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আধুনিক জেলা সদর হাসপাতালে কর্তব্যরত এএসআই মনিরুজ্জামান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।