মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার হরিণখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোররাতে উপজেলার মধ্য হরিণখোলা গ্রামের জুবাইদুল আবেদীন দিপুর মালিকানাধীন আবেদীন স্টোরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে উল্লেখিত দোকানসহ পাশবর্তী একটি ধানের আড়তেও আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মাধবপুর ফায়ার স্টেশনের টিম লিডার শাহজাহান মিয়ার নেতৃত্বে একদল ফায়ারকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে চাইলে ফায়ারম্যান সোহেল আহমেদ বলেন, কিভাবে আগুন লেগেছে জানা যায়নি। ধারণা করা হচ্ছে ১৫ লক্ষ টাকার ক্ষতি হতে পারে।