মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ২৯০জন প্রান্তিক ও ক্ষুদ্র চাষির মাঝে বিনা মূল্যে সার, বীজ ও ২৫ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপত্বিতে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডঃ মাহবুব আলী এম.পি।
বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক, মুক্তিযোদ্ধা সুকুমল রায়, চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, মোঃ আপন মিয়া ও প্রেসক্লাব সেক্রেটারী মোহা. অলিদ মিয়া বক্তব্য রাখেন।
সভা শেষে ২৯০জন্য কৃষকের প্রত্যেকে এক বিঘা জমি চাষের জন্য বিনা মূল্যে সরিষা, ভুট্টা বীজ, ও সার দেয়া হয়। দুপুরে অতিথিবৃন্দ উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর আই.এফ.এম.সি কৃষক সমবায় সমিতির সদ্যসদের মাঝে ধানের চারা রোপন থেকে কর্তন পর্যন্ত সকল পর্যায়ে ২৫ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।