চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন ধরনের মাদকসহ কাজল মিয়া (৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলার হাতুন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়। কাজল মিয়া হাতুন্ডা গ্রামের ছাজু মিয়ার চেলে।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাতুন্ডা গ্রামের কাজল মিয়ার বাড়িতে অভিযান চালায় র্যাব।
এসময় তার ঘর থেকে ৯৫ বোতল ফেনসিডিল, ছয় বোতল মদ, চার ক্যান বিয়ার ও নগদ ৯৭ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।