নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর বহুলা এলাকার সরকারি শিশু পরিবারের দুই সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন- সাইদুর রহমান (১৬) ও চাঁন মিয়া (১৫)।
সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে শিশু পরিবারের এক ভবন থেকে আরেক ভবনে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।