নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার মুগকান্দি নামকস্থানে বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গবাল সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়েক এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়।