ডেস্ক : প্রয়োজনের চেয়ে বেশি প্রস্রাবের সমস্যায় ভোগেন অনেকে। কোথাও বেড়াতে গেলে দুশ্চিন্তা পিছু ছাড়তে চায় না।
পুরুষদের যাও বা রেহাই আছে, মহিলাদের তা নেই। সমস্যায় পড়লে তাঁদের খুঁজতে হয় সুলভ কমপ্লেক্স।
তাই দূরপাল্লার যাত্রায় তাঁদের ভোগান্তির শেষ থাকে না। এটা নয় যে অধিকমাত্রায় জল খেলেই প্রস্রাব হয় বেশি।
অনেকেই আছেন, দিনে অনেকবার প্রস্রাব করেন, কিন্তু বেশি পরিমাণে পানি খান না। অন্যদিকে অনেক পানি খেয়েও স্বাভাবিক মাত্রায় প্রস্রাব হয় না অনেকের।
কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মত, দিনে ৬-৭বার প্রস্রাব স্বাভাবিক।
দু’বার বেশি বা কমও হতে পারে। তাঁরা এও বলছেন, প্রস্রাব কম বা বেশি হওয়ার জন্য দায়ি আরও কয়েকটি বিষয়। যেমন –
ত্বকের ধরন:
নিজেই যাচাই করে দেখতে পারেন বিষয়টি। যদি শরীরে ঘামের পরিমাণ বেশি হয়, প্রস্রাব বেশি হবে না। তার কারণ, এক্ষেত্রে কিন্তু শরীরের জল রোমকূপ দিয়ে বেরিয়ে যায়।
ফলত, প্রস্রাবের বদলে জল বেরনোর বিকল্প প্রক্রিয়া কিন্তু ঘাম। ঠিক একইভাবে ঘাম কম হলে শরীরের জল প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসবে। স্বাভাবিকভাবেই পরিমাণ বাড়বে।
বাসস্থান:
প্রস্রাব হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ হতে পারে ভৌগোলিক অবস্থান। যেসব জায়গায় আর্দ্রতা বেশি, সেসব জায়গায় প্রস্রাব কম।
কারণ, সেখানে শরীরের অর্ধেক জল ঘাম হয়ে বেরিয়ে যায়। অন্যদিকে শুষ্ক অঞ্চলে ঘাম কম, তাই প্রস্রাব বেশি।
জীবিকা:
যে ব্যক্তি সারাদিন AC ঘরে বসে কাজ করেন, তাঁর প্রস্রাবের পরিমাণ বেশি। কিন্তু যাঁকে রাস্তায় বেরিয়ে কাজ করতে হয়, সেই ব্যক্তির ঘাম অনেকবেশি। প্রস্রাব কম।
তরল পান:
তরল খাওয়ার পরিমাণের উপর নির্ভর করে প্রস্রাব। যে ব্যক্তি প্রতিদিন ৫ লিটার জল খান, হিসেব করে তাঁর ১০বার প্রস্রাব হওয়ার কথা।
যিনি এর চেয়ে কম জল খান, তাঁর আরও কম প্রস্রাব হওয়ার কথা। তবে ক্যাফেইনযুক্ত পানীয় খেলে স্বাভাবিকভাবেই প্রস্রাব হয় বেশি। কেননা, এই ধরনের পানীয় মূত্রথলিকে উত্তেজিত করে।
খাদ্যাভাস:
যে ব্যক্তির খাদ্য তালিকায় তরল বেশি, যেমন সুপ, ফ্রুট জুস, ইত্যাদি, তাঁর প্রস্রাবের পরিমাণ বেশি হওয়ার কথা।
কিন্তু যিনি শুকনো খাবারই বেশি খান, তার ব্যাপারটা ঠিক উলটো। সুতরাং, খাবারে তরল কতখানি খাচ্ছেন তার উপরও নির্ভর করে প্রস্রাবের মাত্রা।
বয়স :
আবার বয়স যত বাড়ে, মূত্রথলি সঙ্কুচিত হতে থাকে ততবেশি। তাই বৃদ্ধ/বৃদ্ধাদের কম প্রস্রাব হওয়াই স্বাভাবিক। আবার কোনও কোনও ৪০ ঊর্ধ্ব পুরুষ রাতে বারংবার প্রস্রাবে যান।
এই সমস্যা তৈরি হলে ইউরোলজিস্টের কাছে যেতে হবে। এর কারণ হতে পারে প্রস্টেটের আয়তনে বৃদ্ধি বা প্রস্টেট ক্যান্সার।
সবশেষে বলি, প্রস্রাবের পরিমাণ নয়। বিচার করা উচিত রং। যদি দেখেন রং হলদেটে হয়ে যাচ্ছে, জানবেন শরীর আর্দ্রতা হারাচ্ছে।
আর দেখা উচিত প্রস্রাবে জ্বালা-যন্ত্রণা আছে কি না। তেমনটা হলে, অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।