চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলায় ফয়সল মিয়া (২৭) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার কালেঙ্গা ফরেস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফয়সল উপজেলার নরপতি গ্রামের আশ্বব উল্লার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কালেঙ্গা ফরেস্ট এলাকায় এসআই আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার নামে চুনারুঘাট থানায় ডাকাতিসহ একাধিক মামলার পরোয়ানা রয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।