মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশ চা বাগান থেকে মঙ্গল সাওতাল (২৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
সে ওই গ্রামের মৃত বিজয় সাওতালের পুত্র।
জানা যায়, ৩ বছর আগে একই গ্রামের রজনী সাওতালকে বিয়ে করে মঙ্গল। এরপর তাদের কোলজুড়ে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। অভাব অনটনের সংসারে রজনী অভিমান করে পিত্রালয়ে চলে যায়। তাকে ফিরিয়ে আনতে মঙ্গল ব্যর্থ হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে কোন এক সময় গলায় ফাঁস লাগিয়ে সে মৃত্যুবরণ করে।
এ ব্যাপারে এসআই শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।