চুনারুঘাট প্রতিনিধি : বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ডকুমেন্টারী হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় চুনারুঘাটে স্মরণকালের আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকেইে বিভিন্ন ইউনিয়ন থেকে নানা সংগঠন খন্ড খন্ড মিছিল নিয়ে লোকজন শহরে আসতে থাকে। সকাল ১০টার পুর্বেই পুরো শহর যেন লোকে লোকারন্য হয়ে পড়ে।
সকাল ১০টায় হাতি ঘোড়া, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বাংলার কৃষকের নানা আয়োজনে র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় শহীদ মিনারে এসে মিলিত হয়।
এতে নেতৃত্ব দেন চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী।
আনন্দ র্যালীতে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
এর পুর্বে স্থানীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়।