নিজস্ব প্রতিনিধি: মাধবপুর উপজেলা বিএনপির সদস্য ও চৌমুহনী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান দুধ মিয়া(৭৫)’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। শনিবার ভোর ৫টায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। বাদ আছর তার নিজ গ্রাম চৌমুহনীর ইউনিয়নের গাজীপুর ঈদ গাঁ মাঠে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের বাড়ীতে ছুটে যান হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। জানাযা নামাযে সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ওমর আলী খান, সাধারন সম্পাদক সামসুল ইসলাম কামাল, ইউ/পি চেয়ারম্যান আপন মিয়া, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দির আল রনি, যুগ্ম আহবায়ক গোলাপ খান, আওয়ামীলীগের সহসভাপতি রহম আলী, জাপার সাধারন সম্পাদক আক্তার হোসেন মনির, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আব্দুল আলীম বাদল, সাধারন সম্পাদক ফরিদুর রহমান, যুবদল সভাপতি হাজী ফিরোজ মিয়া, ছাত্রদল সভাপতি ইকরাম মির্জাসহ সহস্রাধিক লোকজন অংশগ্রহন করেন।
এদিকে উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।