চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ২২১ জন ছাত্র-ছাত্রীর মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে৷ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এসব ছাত্রছাত্রীরা এ সনদপত্র অর্জন করেছে ৷ সনদপত্র বিতরণ উপলক্ষ্যে আজ ২৬নভেম্বর রবিবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের ল্যাবে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের৷ বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুত্ফুর রহমান মহালদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আঃ সামাদ আজাদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সাবেক প্রধান শিক্ষক দিলীপ কুমার দেব ও হারুনুর রশীদ ৷ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন বাচ্চু ও চীফ ইন্সট্রাক্টর মোঃ আল-আমিন হোসেন এর যৌথ পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইন্সট্রাক্টর খাদিজা আক্তার, জেসমিন সুলতানা, লিয়াকত আলী খান, কম্পিউটার অপারেটর মোঃ তামিম হোসেন, ছাত্রছাত্রীদের পক্ষে দূর্গা রাণী দেব ও মোবারক হোসেন প্রমুখ ৷ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ প্রধান অতিথির বক্তব্যে উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন, বর্তমান যুগে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই৷ আইসিটি জ্ঞান অর্জনের পাশাপাশি সবাইকে সব সময় এর ব্যবহারের উপর সচেতন থাকতে হবে ৷ তথ্য প্রযুক্তি মানুষকে শুধু উপকারই করে না কিছু বিষয়ে ক্ষতিও করে৷ বিশেষ করে ফেসবুক ও ইমেল ইন্টারনেট ব্যবহারের সময় যাতে কেউ ব্ল্যাক মেইলের শিকার না হয় সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে৷ তিনি বলেন, শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না এর চর্চা রাখতে হবে৷ উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের ও পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন শামছু পৃথক ভাবে ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন৷ উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়৷ পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়৷ যার কোড নং- ৬৩০১৭৷ ২০১৩ সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে৷ যার ইন নং- ১৩৫৬৫১৷ প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ পাশ করে আসছে৷ উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক যুবতি আত্ম কর্মসংস্থানের সুযোগ লাভ করছে৷