নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে নবীর হোসেন (৩৫) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে শহর সংলগ্ন সুলতানমামদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডাকাত নবীর সদর উপজেলার হুরগাঁও গ্রামের জিতু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালের একটি ডাকাতি মামলার চার্জশিটভুক্ত আসামি নবীর হোসেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সুলতানমামদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
হবিগঞ্জ সদর থানার এসআই রকিবুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ডাকাতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।