1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

মাধবপুরে ডাকাত নূর আলী আটক

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নূর আলী (৩৮) নামের এক ডাকাতকে গ্রেফাতার করেছে পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) ভোররাতে উপজেলার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফাতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত উপজেলার আদাঐর গ্রামের মৃত অলি মিয়ার ছেলে।

মাধবপুর থানার এসআই মুমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নূর আলীর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

     এই ক্যাটাগরীর আরো খবর