নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর রাতে উপজেলার সাতছড়ি এলাকা থেকে মদগুলি উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. এমরান হোসেনসহ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান মদ উদ্ধার করেন। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৩১ হাজার ৫শ’ টাকা।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।