নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে গাঁজা বহনকৃত পিকআপ ভ্যানসহ দুই মাদক বিক্রেতাকে আটক ডিবি পুলিশ।
বুধবার (২৯ নভেম্বর)রাত ৯টায় উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা গোল চত্তর এলাকা থেকে মাদক সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার জিকুয়া গ্রামের রমিজ আলীর পুত্র মোঃ নুরুল ইসলাম (৩৬) ও বালিয়ারী গ্রামের মাহতাব আলীর পুত্র ছায়েদ আলী (৩৮)।
জানা যায়, পিকআপ ভ্যানের মধ্যে করে মাছের ডামের ভেতর ভরে এসব গাঁজা নিয়ে যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি (তদন্ত) আহসান হাবিব ও এসআই মুসলিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান আটক করে।
আটককৃত গাজার মুল্য প্রায় ৪ লাখ টাকা। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবির ওসি।