অনলাইন ডেস্ক : বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে যাবেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। আর ওই মধ্যদিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পারে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এর জন্য কম চেষ্টা করেনি দেশটি। অবশেষে বিশ্ব একাদশ সেদেশে পাঠাতে তারা আইসিসিকে রাজী করাতে পেরেছে। আগামী সেপ্টেম্বরেই লাহোরে খেলতে যাবে বিশ্ব একাদশের দলটি। এই দলেই অপেনার হিসেবে খেলতে যাবেন তামিম। জানা গেছে, আইসিসির সদর দফতর থেকে পাকিস্তান ইস্যুতে দায়িত্বপ্রাপ্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক প্রধান জাইলস ক্লার্ক অনুরোধ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানকে। অনুরোধে সাড়া দিয়ে বিসিবি সভাপতি তামিমকে খেলতে দিতে রাজি হয়েছেন।
আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে তিনটি টি ২০ ম্যাচ খেলার কথা রয়েছে বিশ্ব একাদশের। বিশ্ব একাদশের কোচিংয়ের দায়িত্বে থাকবেন অ্যান্ডি ফ্লাওয়ার। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, মরনে মরকেল ও ইমরান তাহিরদের খেলার কথা রয়েছে। দলের সম্ভাব্য অধিনায়ক ডু প্লেসিস। দু’জন অস্ট্রেলিয়া ক্রিকেটারেরও খেলার কথা রয়েছে। অ্যান্ডি ফ্লাওয়ার বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের এজেন্টদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড থেকে ক্রিকেটারদের রাখা হবে। তবে ভারতের ক্রিকেটারদের খেলার ছাড়পত্র দেয়া হয়নি দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।