নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১ ডিসেম্বর) ভোরে উপজেলার নিজনগর এলাকা থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সীমান্তের নিজনগর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে চার লাখ টাকার গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বিজিব’র অভিযান টের পেয়ে মাদক পাচারকারী রতন পালিয়ে যায়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।