চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটের গাজিপুর ইউনিয়নের সীমান্তবর্তী টেকেরঘাটের বাসিন্দা বৃদ্ধা আছিয়া খাতুনের নিকট একটি হুইলচেয়ার ও ভাতা ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী।
৩০/১১/১৭ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় আছিয়া খাতুনের সাথে কথোপকথন করেন ইউএনও । এ সময় তিনি ৩০ মিনিট অবস্থানকালে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
হুইলচেয়ার হস্তান্তর সময়ে উপস্থিত ছিলেন কারিতাসের মাঠ কর্মকর্তা মো মশিউর রহমান, প্রীতম ব্রিকসের কর্ণধার রুবেল আহমদ, ইউপির মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো নুরুন্নবী, চুনারুঘাট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সৌরাইজাম উৎপল সিংহ ও সহ-সাধারণ সম্পাদক আল মোছাফ্ফা নিপু, দপ্তর সম্পাদক মো: রুবেল তালুকদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক অপুর্ব কুমার সিংহ, সোসাইটি সদস্য পি আর ডি পিয়াস, রজব আলীসহ স্থানীয় বাসিন্দারা প্রমুখ।
উল্লেখ্য, চুনারুঘাট ফটোগ্রাফিক সোসাইটির সদস্যদের মুক্তিযোদ্ধাদের ছবি সংগ্রহের কাজ চলছে। এ সময় বৃদ্ধার করুণ চিত্র পাওয়া যায়। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। গ্রাম-বাঙলায় বৃদ্ধার ছবি ইউএনও মহোদয় দৃষ্টিগোচর হয়। সেই প্রেক্ষাপটে তৎক্ষনিক ব্যবস্থা নেন ।