মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকা থেকে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে করে সাড়ে ১৬ কেজি গাঁজা পাচারের সময় সাজু মিয়া (৩২) কে আটক করেছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের উল্লেখিত এলাকায় ওই দিন সকাল ৭টার দিকে (ঢাকা মেট্টো- ন- ১৪-০৯৯৯) পিকআপ ভ্যানটি আটক করে তল্লাশি চালিয়ে সাড়ে ১৬ কেজি গাঁজা জব্দ করে।
গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শায়েস্তাগঞ্জ থানার কাজীরগাঁও গ্রামের এংরাজ মিয়ার ছেলে সাজু মিয়া (৩২) কে আটক করে।
এ ঘটনায় হাইওয়ে পুলিশের ওসি মোঃ জসিম উদ্দিন বাদি হয়ে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কাওছার আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।