চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে দু’দলের সংঘর্ষে মহিলা সহ ১৫ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় উপজেলার রানীকোট বাজারে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। জানাযায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন নিয়ে রানীকোট গ্রামের আওয়ামীলীগ কর্মী রমিজ উদ্দিনের পুত্র মাও. নুরুল হক জিহাদী এর সাথে ময়নাবাদ গ্রামের আঃ মালেকের পুত্র শাহিন মিয়ার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে উভয়ের মাঝে উত্তেজনা শুরু হলে দু’ পক্ষের পরিবারের লোকজন বাজারে জড়ো হয়। এ সময় উভয়ের মাঝে সংঘর্ষ বাঁধলে ১৫ জন আহত হয়। গুরুতর আহত রমিজ উদ্দিন(৬৫), ফিরোজ মিয়া (৫০), উজ্জল মিয়া (২৮), নুনু মিয়া (২৫), সুজল মিয়া (২৩), শাহ আলম (৩০) ও
আম্বিয়া খাতুন (৪০) কে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মামলার প্রস্ততি চলছে বলে জানান আহতের মেয়ে পারুল আক্তার।