চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে মার্কেট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১০ মহিলা আহত হয়েছে। গতকাল দুপুর ১২টায় উপজেলার জারুলিয়া বাজারে এ ঘটনা ঘটে।গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মহিলারা হলেন, জারুলিয়া কোনাগাও গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী নাছিমা আক্তার (৩৫)রফিকুল ইসলামের স্ত্রী পারুল আক্তার (৪০)জালাল উদ্দিনের স্ত্রী শিল্পী আক্তার (৩৫)রঙ্গু মিয়ার স্ত্রী নেহার চান (৫৫) ও অপর পক্ষের ছফিল চান (৬৬)রোকেয়া খাতুন (৫০) পারভিন আক্তার (৩৫) আছমা আক্তার (৪০)। দুপক্ষের বক্তব্যে জানাযায়, ১৯৩১ সালে জারুলিয়া প্রাইমারী স্কুলের নামে সজল গং ৮ শতত জমি দান করেন।পরবর্তীতে স্কুলটি অন্যত্র নিয়ে যাওয়া হয়।
এই জমিকে লিজে ক্রয় দেখিয়ে অনুমিয়া ভোগ দখল শুরু করেন।কিন্তু বিষয়টি জমিদাতাদের মধ্যে জানাজানি হলে তারা তাদের জমি ফেরত দাবী করে এবং আদালতে মামলা দায়ের করে।আদালত ১৪৪ ধারা জারি করে মার্কেট বা জমিতে উভয় পক্ষকে যেতে নিষেধ করে।গতকাল শনিবার দুপুর ১২টায় সাবেক ইউপি চেয়ারম্যানের ভাই ইয়াকুত মিয়া সহ অনুমিয়ার পুত্রদয় উল্লেখিত মহিলাদের বাজারে নিয়ে মার্কেট দখলের চেষ্টা করলে প্রতিপক্ষ সজল গং এর সাথে সংঘর্ষ বাঁধে এবং উভয় পক্ষের ১০ মহিলা আহত হয়।এক কথায় মহিলাদের মারামারি-ই বলা যেতে পারে। এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে করেন এবং আহতদের দ্রুত হাসপাতালে প্রেরণ করেন। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।অভিযোগ ফেলে ব্যবস্থা নেয়া হবে। জানা যায়, উভয়ের মধ্যে মামলার প্রস্তুতি চলছে।