নিজস্ব প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির সদস্য মনোহর আলীর বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের পূর্ব লেঞ্জাপাড়াস্থ মনোহর আলীর ঘরে এই ডাকাতি সংঘটিত হয়।
গৃহকর্তা মনোহর আলী জানান, দেশীয় অস্ত্রধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে প্রথমে দুইটি আই ফোনসহ সবকটি মোবাইল নিয়ে আমাদের জিম্মি করে ফেলে।
এরপর ডাকাতদল গৃহে থাকা স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, নগদ টাকা, ক্যামেরা, বিভিন্ন মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ খবর জানতে পেরে দ্রুত ওয়ার্ড কাউন্সিলর নোয়াব আলী ও শায়েস্তাগঞ্জ থানার এসআই রুবেল মিয়াসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে পৌর মেয়র মোঃ ছালেক মিয়া বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে থানা পুলিশের প্রতি আহবান জানিয়েছেন। এ প্রেক্ষিতে থানা পুলিশ বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে ডাকাত ধরতে অভিযান শুরু করেছে।