নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাছুম (১০) নামের প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া স্কুল ছাত্র শিশু নিখোঁজের এক সপ্তাহেও পাওয়া যায়নি। শিশু সন্তানকে হারিয়ে বাকরোদ্ধ হয়ে পড়েছেন মা ছুকেরা বেগম।
সন্তানের খোঁজে পাগল প্রায় বাবা ও পরিবারের লোকজন। সকল আত্মীয়স্বজন , সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি মাছুমকে।
শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সোমবার (৪ নভেম্বর) রাতে বাহুবল থানায় সন্তান নিখোঁজ মর্মে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
নিখোঁজ মাছুম উপজেলার মিরপুর ইউনিয়নের ইজ্জতনগর গ্রামের আব্দুল আজিজ পুত্র মাছুম। সে স্থানীয় একটি প্রাইমারী স্কুলে ১ম শ্রেণিতে পড়ে।
এর আগে গত ২৭ নভেম্বর বিকেলে মাছুম খেলাধুলার কথা বলে বাড়ীর নিকটবর্তী মাঠে যায়। এরপর আর বাড়ী ফিরেনি।
বাহুবল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতোমধ্যেই বিভিন্ন থানায় নিখোঁজের বিষয়টি অবগত করা হয়েছে। শিশু মাছুমকে উদ্ধারে পুলিশ সকল ধরণের সহযোগী করবে বলে আশ্বাস দেন তিনি।