নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রিংকু (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধায় শহরের রাজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছাত্রদল নেতা শহরের রাজনগর এলাকার বাসিন্দা সুরুজ আলীর পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এএসআই মৃদুল রায় ও টিপু আহমেদের নেতৃত্বে একদল পুলিশ রাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিস্ফোরক মামলায় পরোয়ানা রয়েছে। আজ শুক্রবার তাকে কারাগারে প্রেরণ করা হবে।