চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসাদুজ্জামান রুকন (২০) নামে এক মাদক ব্যাসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মুছিকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আসাদুজ্জামান চুনারুঘাট উপজেলার বাল্লা ক্রসরোড এলাকার দিদার হোসেনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ওমর ফারুক নেতৃত্বে মুছিকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ সদস্যরা। এসময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আসাদুজ্জামান চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী।