নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দুই মাদক ব্যাবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকলেছুর রহমান এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পানিহাটা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন মিয়া (২৬) ও একই উপজেলার আফজালপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুজন মিয়া (২২)।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মনতলা সীমান্ত ফাঁড়ির সদস্যরা ফাঁড়ির সামনে থেকে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৫২পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরবর্তীতে রাত এগারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয়কে ৬ মাস করে বিনাশ্রম করাদণ্ড দিয়ে থানায় হস্তান্তর করা হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোকলেছুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে তাদের কারাগারে পাঠানো হবে।