চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট প্রেসক্লাবের ২০১৮-২০১৯ সালের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম।
বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন।
সভায় সর্ব সম্মতিক্রমে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, অর্থ সম্পাদক রাই রঞ্জন পাল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান তাহের, দপ্তর সম্পাদক ওয়াহিদুল ইসলাম জিতু, এস. এম. সুলতান খান, ফখরুদ্দীন চৌধুরী আবদাল ও এস. আর. রুবেল মিয়া প্রমুখ।
পরে সভায় সর্বসম্মতিক্রমে কামরুল ইসলামকে (দৈনিক ইত্তেফাক) সভাপতি ও মোঃ জামাল হোসেন লিটনকে (দৈনিক যায়যায়দিন) সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মহিদ আহমেদ চৌধুরী। আগামী ৩১ ডিসেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক চুনারুঘাট প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।