চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষে শহরে এক র্যালী বের করা হয়।
র্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
মানবাধিকার কাউন্সিলের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান মহালদারের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী মাহমুদুল হক সুজনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মখর্তা ফাহমিদা আক্তার, বামাকা কেন্দ্রীয় সদস্য মইনুল আহসান রতন, পৌর আওয়ামীলীগের সেক্রেটারি আবুল খয়ের, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারি জামাল হোসে লিটন, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, এডভোকেট মোস্তাক আহমেদ।
এতে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আফসার আহমদ তালুকদার, ব্র্যাক কর্মকর্তা অল্লিকা দাশ, এডভোকেট আব্দুল আহাদ, বাকী বিল্লাহ তরফদার, সোহেল আহমেদ, সোহাগ মিয়া, দুলাল মিয়া প্রমুখ।