মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ডাকাত দলের ছুরিকাঘাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান (৪৫) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর)রাত ১১টার দিকে মাধবপুর উপজেলার মনতলা পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টহলটিম উপজেলার ছাতিয়ান সড়কে টহলরত অবস্থায় একদল ডাকাতের কবলে পড়ে।
এ সময় ডাকাতরা এসআই জিয়াউর রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে পুলিশ আহতের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী তাকে দেখতে সদর হাসপাতালে যান। পুলিাশ জনিয়েছে ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেফতারের চেষ্টা করছে।