নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, দৈনিক মানবজমিনের সাবেক স্টাফ রিপোর্টার, বাংলাদেশ বেতারের সাবেক জেলা প্রতিনিধি, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি মরহুম আলহাজ অ্যাডভোকেট মোঃ আমির হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়ি চুনাাংঘাট উপজেলার ছয়শ্রীতে মঙ্গরবার (১২ ডিসেম্বর) বাদ জোহর কোরআন খানী, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন হয়। এতে মরহুমের পরিবারের সদস্য, সহকর্মী সাংবাদিকবৃন্দ, আইনজীবিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন।
এদিকে হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও কবরে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, বর্তমান সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য অ্যাডভোকেট আব্দুস শহীদ, প্রেসক্লাবের সদস্য ও জেলা সাংবাদিক ফোরাম সভাপতি রাসেল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মরহুম আমির হোসেনের ছোট ভাই বিশিষ্ট সাংবাদিক মহিবুল হোসেন জিতু, অ্যাডভোকেট আফজাল হোসেন।
এদিকে বাদ মাগরিব হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মাওলানা খন্দকার নাসির উদ্দিন।
এতে উপরে উল্লেখিত নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকায় সম্পাদক আলহাজ্ব আবুল লেইছ বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, সদস্য হাফিজুর রহমান নিয়ন, রাশেদ আহমদ খান, সায়েদুজ্জামান জাহির, আলমগীর খান সাদেক, পাবেল খান চৌধুরী, এসএম সুরুজ আলী, দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফজলে রাব্বী রাসেল, সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য অপু চৌধুরী, মোহনা টিভি জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, দৈনিক হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী, আখলাছ আহমেদ প্রিয়, সাংবাদিক সাহিবুর রহমান, এম সজলু, সাইফুল ইসলাম তারেক, একে কাউছার, কাজী মিজানুর রহমান, সেলিমসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
উল্লেখ্য ২০১৬ সনের ১২ ডিসেম্বর তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।