মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওলিয়া বাদ গ্রাম থেকে আউলিয়া (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। এর আগে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত আলিয়া ওই গ্রামের ফজলু শাহর মেয়ে।
নিহতের ভাই জানায়, পাঁচ বছর আগে আউলিয়াকে বিয়ে দেয়া হয় উপজেলার নিজ নগর গ্রামের দুধু মিয়ার পুত্র সোহেল মিয়ার কাছে। তাদের দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
সম্প্রতি তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে বছরখানেক আগে আউলিয়া তার সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান।
গত মঙ্গলবার স্বামী আরেকটি বিয়ের করছে শুনলে বাবার বাড়ীতে ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি বেধে ফাস লাগায়।
মাধবপুর থানার এসআই কামরুল হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।