মো: আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে বৃহত্তর সিলেটের প্রথম শহীদ মুক্তিযোদ্ধার সমাদিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবদনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। শুরুতেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে পৌর পরিষদ। পর্যায়ক্রমে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, পুলিশ প্রশাসন, বিএনপি ও ও তার অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, প্রেসক্লাব ও অন্যান্য সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধানিবেদন করা হয় ।