নিজস্ব প্রতিনিধি : “১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশের উন্নয়ন কাজ অব্যাহত রাখতে কৃষক লীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। বিএনপি জামায়াত দেশে বোমাবাজ ও সন্ত্রাসবাদ সৃষ্টিতে লিপ্ত রয়েছে। সন্ত্রাসীদের মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। তাহলেই দেশে চলমান উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার সন্ধায় হবিগঞ্জ খোয়াই মুখ নূরুল হেরা জামে মসজিদ সংলগ্ন চৌরাস্তায় জেলা কৃষক লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মুক্তার হোসেন বেনুর ও সঞ্জয় কুমার রায়ের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা পরিষদ সদস্য লাকী আক্তার, জেলা কৃষক লীগ নেতা জাকির হোসেন সেলিম, আলাউদ্দিন মিয়া, শেখ সেলিম, হাজী আব্দুল হেকিম, এডভোকেট শফিকুল আলম চৌধুরী, জালাল উদ্দিন খন্দকার, আব্দুর রউফ, কাজী মাসুক, মোঃ ফয়সল আহমেদ রাজু, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইদুর রহমান, মোঃ আজমান মিয়া, আরিফ মাহমুদ মজনু, মোঃ হেলাল মিয়া, আব্দুল হামিদ চৌধুরী, আলাউদ্দিন মেম্বার, সক্কত আলী, মহিবুল হাসান তালুকদার কাউছার, বশির মিয়া, এডভোকেট সরওয়ার, কলেজ ছাত্রলীগ সভাপতি আজিজুল ইসলাম আজিজ, মুক্তিযোদ্ধা তাহির মিয়া, মোল্লা মোঃ আব্বাছ, এডভোকেট আবুল আজাদ, জামাল উদ্দিন সরদার, ফয়সল মিয়া, সামাল মিয়া, মনিরুল আলম বাছির, প্রফেসার এনাম, শাহীন আহমেদ, আবুল কাশেম, আক্কাছ মিয়া প্রমুখ।