চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট পৌরসভার বাগবাড়ি গ্রাম থেকে বড়াইল পর্যন্ত সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উক্ত কাজের উদ্বোধন করেন চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, জেলা পরিষদ সদস্য ফরিদ উদ্দিন তালুকদার, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ হানান, কাউন্সিলর মর্তুজ সরদার, দৈনিক সমকালের চুনারুঘাট প্রতিনিধি আলহাজ্ব মোস্তাক তরফদার মাসুম, ইঞ্জিনিয়ার কাজী ওবাইদ রহমান, ঠিকাদার আব্দুল হামিদ প্রমুখ। উল্লেখ্য, উক্ত রাস্তাটি প্রায় ৪২লাখ ব্যয়ে চুনারুঘাট পৌরসভার অধীনে সমাপ্ত করা হবে।