শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর এলাকা থেকে ৩শ পিস ইয়াবা ও একটি মাইক্রোবাস সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) রাত ৯টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, উপজেলার অলিপুর এলাকার জলফু মিয়ার পুত্র স্বপন মিয়া (২৭) ও একই এলাকার বাবুল মিয়ার পুত্র জালাল মিয়া (২৫)।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে ৩শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ও তাদের বহনকারী মাইক্রোবাস (ঢাকা- মেট্রো-চ-৫১-৯৬৬৬) আটক করেন। এ সময় মাইক্রোবাসের চালক পালিয়ে যায়।
ডিবি পুলিশের এস.আই আব্দুল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।