ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা ছাত্রদল নেতা শাহজাদাকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার বানিয়াগাও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ছাত্রদল নেতা উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের মোতাব্বির মিযার ছেলে।
জানা যায়, উপজেলার মিরপুরে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রলীগের সাধারন সম্পাদক (ভার:) নজরুল ইসলাম হেলাল ও অন্য এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করার অপরাধে সন্দেজনক ভাবে তাকে আটক করা হয়েছে।
থানার এসআই সোহেল মিয়া ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
তার বিরুদ্ধে কোন মামলা না থাকায় ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে হবিগঞ্জ কোর্টে প্রেরন করেছে পুলিশ।
বেলা ১টা এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ছাত্রলীগ সেক্রেটারী নজরুল ইসলাম হেলালের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।