শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই নামকস্থানে ম্যাক্সিগাড়ী উল্টে ১০ যাত্রী আহত হয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী ম্যাক্সিগাড়ীটি অলিপুর থেকে যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ যাছিল। পথিমধ্যে বিকট শব্দে গাড়ী স্প্রীং ভেঙ্গে উল্টে যায়। এতে উল্লেখিত সংখ্যক যাত্রী আহত হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীনের নেতৃত্বে একদল কর্মী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।