বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আমির খানী মহল্লায় তাছলিমা আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তাছলিমা আক্তার আমির খানী মহল্লার আমির উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে তার নিজ ঘরে ঘুমিয়ে পড়ে তাছলিমা। পরে রাতে কোন এক সময় সে সকলের অগোচরে ঘরের তীরের সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে।
সকালের দিকে তার পরিবারের লোকজন সাড়া শব্দ না পেয়ে তার ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের ছুতরহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
তবে সে কি কারণে আত্মহত্যা করেছে সে সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।