মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কাউছার মোল্লা (ডেসটিনি) সভাপতি ও সাব্বির হাসান (দৈনিক প্রভাকর) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্তএকটানা ভোট গ্রহণ চলে।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিল্লাল হোসেন খাঁন (দৈনিক আয়না), মোঃ আবুল খায়ের (দৈনিক নয়াদিগন্ত), যুগ্ম সম্পাদক ফরাশ উদ্দিন পিন্টু (দৈনিক বিবিয়ানা)।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সাংবাদিক রোকন উদ্দিন লস্কর (যুগান্তর), আইয়ূব খাঁন (সমকাল), রাজীব দেব রায় রাজু (মানবজমিন)।