শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরের ওয়ার্কশপ এলাকায় মোটরসাইকেল চাপায় ভিংরাজ মিয়া (৬৫) নিহত হয়েছেন।
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন-পুরানবাজার সড়কে এ দুঘর্টনা ঘটে। নিহত ভিংরাজ মিয়া বিরামচর গ্রামের মৃত রাশেদুল্লাহর পুত্র।
স্থানীয় সূত্র জানায়, ভিংরাজ মিয়া পল্লী বিদ্যুৎ অফিস থেকে বিল দিয়ে বাড়ী ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খায়রুল আলম মোহাম্মদ আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন মোটরসাইকেল আটক করা হয়েছে।