নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মধবপুরে ১৫০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটি আটক করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্দিউড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও বহনকৃত পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো ন- ১১-১৯৯৪) আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।