শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: জমে উঠেছে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের (২০১৮-১৯)ইং সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন। আগামী ২৯শে ডিসেম্বর ২০১৭ইং তারিখে অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রার্থীরা ভোটারদের কাছে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সভাপতি পদে আ.স.ম আফজল আলী (দৈনিক সমকাল) ও প্রভাষক জালাল উদ্দিন রুমি (এস.এ. টিভি) ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারন সম্পাদক পদে বর্তমান সম্পাদক মোঃ কামরুজ্জামান আল রিয়াদ (দৈনিক যুগান্তর) ও মঈনুল হাসান রতন (দৈনিক দিনকাল), যুগ্ন সম্পাদক পদে সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ আব্দুল হক রেনু (দৈনিক সবুজ সিলেট) ও মোঃ মিজানুর রহমান সুমন (দৈনিক আজকের হবিগঞ্জ), দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে এম শামীম চৌধুরী (দৈনিক প্রভাকর) ও রামেন্দ্র কিশোর মিত্র (দৈনিক সরেজমিন), কার্যনির্বাহী সদস্য পদে মোঃ আব্দুর রকিব বর্তমান সভাপতি (দৈনিক নয়াদিগন্ত), এডভোকেট হোমাইয়ুন কবির সৈকত (দৈনিক প্রতিদিনের বাণী), অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী (সিলেটের ডাক) ও সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর প্রতিদ্বন্দ্বিতা করছেন। উক্ত নির্বাচনকে ঘিরে শায়েস্তাগঞ্জের সকল সাংবাদিক ভোটারদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। অন্য দিকে ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার পরিকল্পনায় সচেতন রয়েছেন। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে ভোটারদের ধারে ধারে ভোট ও দোয়া চাচ্ছেন।