বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক-সিএনজি সংঘর্ষে চম্পা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কামাইছড়া এলাকায়ন এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত চম্পা নরসিংদী জেলার রায়পুরা থানার কানাবাড়ী এলাকার বকুল শিকদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর থেকে মুছাইগামী একটি সিএনজি অটোরিক্সাকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক চাপ দিলে ঘটনাস্থলেই নারী নিহত হয়।
প্রত্যক্ষদর্শী বড়গাও গ্রামের মহিবুর রহমান জানান, ঢাকা- সিলেট পুরাতন মহাসড়কের কামাইছড়া টানিংয়ে পয়েন্টে বালু খোকোরা বালুর স্তুপ রাখার ফলে বঅরু থেকে পানি বের হয়ে রাস্তার ওপারে গিয়ে পড়ছে। যার কারনে রাস্তাটি পিচ্ছিল হয়ে পড়েছিল।
শুক্রবার সন্ধ্যায় ওই টার্নিং পয়েন্টে সিএনজি ও ট্রাক মুখোমুখি হলে ট্রাকটি ব্রেক করলে চাকা পিছলে সিএনজিকে চাপ দেয়।
স্থানীয় লোকজন জানান, প্রশাসনকে ম্যানেজ করে তারা অবৈধভাবে বালুর ব্যবসা করে আসছে।