মাধবপুর প্রতিনিধি: মাধবপুরে চোরাই গাছ পাচারকালে গাছভর্তি ট্রাক্টরসহ ২ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকা থেকে গাছভর্তি ট্রাক্টরটি গোপনসূত্রে খবর পেয়ে জগদীশপুর বিট কর্মকর্তা মোঃ শামসুজ্জামান, ষ্টাফগন নিয়ে একটি টিম পাচারকালে আটক করে।
এসময় ট্রাক্টর ড্রাইভার তেলিয়াপাড়া এলাকার ফরুক মিয়া(৩৮) ও অমরচান(৩২)কে আটক করা হয়। অবৈধভাবে বনজদ্রব্য পাচারকাজে ব্যবহৃত ট্রাক্টরটিকে জগদীশপুর বিট অফিসে আটক রেখে আটককৃত ২ ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।