নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে শিক্ষার্থীদেরকে সিএনজিতে না উঠানো ও বাড়তি ভাড়া আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে দ্বিতীয় দিনের মত উপজেলার আইনগাঁও টু নবীগঞ্জ সড়কে কলেজ ও উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষাথীরা ।
এর আগে বুধবার সকালে বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ বিক্ষোভ করে রাখে দিনারপুর কলেজ ও শাহ তাজ উদ্দিন কুরেশী (রহঃ) উচ্চ বিদ্যালয়সহ বেশকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশতাধিক ছাত্রছাত্রীরা।
জানা যায়, দিনারপুর কলেজের শিক্ষার্থীরা কলেজ শেষে আইনগাঁও স্ট্যান্ডে গাড়িতে উঠতে চাইলে, সিএনজির চালক তাদের না নিয়ে চলে যায়। এদিকে দুইজন ছাত্র একটি সিএনজিতে উঠে পড়লে সিএনজি চালক তাদের সাথে খারাপ আচরন করে গাড়ি থেকে নামিয়ে দেয় ।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ সিএনজি গাড়ি চালকরা অধিকাংশ সময় তাদের নিতে চায়না। শীঘ্রই এর একটা চিরস্থায়ী সমাধান হবে বলে মনে করছে ভুক্তভোগী শিক্ষার্থীরা ।