চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে যাত্রীবাহী সিএনজি উল্টে হাফেজ মোঃ মধু মিয়া (৪৫)নামে একজন নিহত হয়েছন।
শনবিার রাত সাড়ে ৭ টায় উপজলোর চান্দপুর চা-বাগান এলাকায় এঘটনা ঘটে। নিহত মধু মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে আঃ উহাব মুন্সীর পুত্র।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমিরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।